প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১২:৩১ এএম | অনলাইন সংস্করণ
আগস্ট এলেই হৃদয়ে অসুখ, মুখটি ভীষণ ভার।
আগস্ট এলেই ভেঙ্গে যায় ঘুম , প্রিয় হারায় যার।
আগস্ট এলেই কবিতারা কাঁদে, অচেনা করুণ সুরে।
আগস্ট এলেই আগস্ট আসে, বাকি সব থাকে দুরে।
বঙ্গবন্ধু শেখ মুজিবের আগস্টের সাথে আড়ি।
বুলেটের আঘাতে কেঁপে ওঠেছিলো ৩২ নম্বর বাড়ি।
সারি সারি দেহের রক্তে ভেজা বাংলার সবুজ ঘাস।
নরম আলোর হয়নি দেখা, সেদিন সূর্য করেনি চাষ।
আগস্ট এলে থামেনা কিছু, শোকের ঘড়ি চলমান।
যখন আগস্ট হারায় তোমায় শেখ মুজিবুর রহমান।