প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৯:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে মরজাল নামক এলাকায় অবস্থিত এশিয়া ব্যাটারী নামক এক ফ্যাক্টরীতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছেন।
এসময় মো. রাজু মিয়া নামে ফ্যাক্টরীর এক কর্মকর্তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। বুধবার(৩০আগষ্ট) দুপুরে ফ্যাক্টরীতে অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুনসুর আহম্মেদ মোল্লা, রায়পুরা থানার এস.আই আবুল কালাম আজাদ, সার্টিফিকেট সহকারী ইলিয়াছ আহম্মেদসহ আরো অনেকে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, ফ্যাক্টরী কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,অগ্নি নিবারক লাইসেন্স, এসিড ব্যবহারের অনুমোতি পত্র না দেখাতে পারায় ফ্যাক্টরীর একজন কর্মকর্তাকে আটক করে নিয়ে আসা হয়। পরে ঘটনার দিন বিকেলে ভ্র্যাম্যামান আদালতের মাধ্যমে তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়।