প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৫:১৯ পিএম | অনলাইন সংস্করণ
লালমনিরহাটে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাবেক সহ সভাপতি নুরনবীর নেতৃত্বে এ হামলা চালানো হয়।
কালীগঞ্জ উপজেলা নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস জানান, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ আমাকে ক্লাবে ডেকে পাঠান।তিনি কোন জনপ্রতিনিধি নন। তাই অফিসের কাজ রেখে তার সাথে দেখা করিনি। আমি তো তার পার্সোনাল কাজের জন্য চেয়ারে বসিনি, যদি তার সাথে আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে হয়তো এ ধরনের আবদার তিনি করতে পারতেন।
পরে বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অফিসে ঢুকে সহকারী প্রকৌশলীসহ অফিসের অন্যান্য কর্মচারীদের মারধর শুরু করে। এসময় ছাত্রলীগের কর্মীরা অফিসের আলমারির গ্লাসসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে।
হামলাকারীরা এসময় আমাকে হুমকি দিয়ে ২০ মিনিটের মধ্যে মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান আহমেদের সাথে দেখা করতে বলে। তারা আরও বলেন, “তোকে এখন মার্ডার করলে তোকে কোন বাপ বাঁচাবে”
তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয় ছাড়া অন্য কারো কথা শুনতে আমি বাধ্য নই। এটা আমাদের অফিসের কজের মধ্যে পড়ে না। এ ঘটনায় নেসকো রংপুর অফিস থেকে মামলা করা হবে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ বলেন, হামলাকারীরা যদি আমার নাম ব্যবহার করে তাহলে এটা দুঃখজনক। ঘটনার দায়ভার হামলাকারীদেরই নিতে হবে। কেউ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে হয়তো আমার নাম ভাঙিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ বলেন, বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের খবর আমরা শুনেছি। এ ঘটনার সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।