প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ১০:১৭ এএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ এক তরুণ একটি স্টোরে ঢুকে গুলি করে ৩ কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে ওই তরুণ আত্মহত্যা করে।
শনিবার (২৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার জ্যাকসনভিলের ডলার জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে।
পরে এক সংবাদ সম্মেলনে জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেন, বর্ণবিদ্বেষ থেকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। হামলাকারী কৃষ্ণাঙ্গদের ঘৃণা করতো।
হামলাকারীর বর্ণনায় এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, শেতাঙ্গ পুরুষ ওই ব্যক্তি একটি ভেস্ট পরে ছিলেন। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ; একজন নারী এবং দুইজন পুরুষ।
এ হামলা পরিকল্পনার সঙ্গে হামলাকারী একাই যুক্ত ছিলেন, কর্তৃপক্ষ এমনটাই ধারণা করছে বলেও জানান ওয়াটার্স। বলেন, হামলার আগে হামলাকারী গণমাধ্যম, তার বাবা-মা এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য ‘বেশ কিছু ইশতেহার’ লিখেছিলেন। যেখানে কালো মানুষের প্রতি তার ঘৃণার উল্লেখ রয়েছে।