প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৮:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের ব্রিটিশ মিউজিয়াম থেকে বিভিন্ন সময়ে প্রাচীন স্বর্ণালংকার, রত্নপাথরসহ প্রায় দুই হাজার মূল্যবান প্রত্নতাত্ত্বিকসামগ্রী চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কিছু সামগ্রী পুনরায় উদ্ধার করা হয়েছে। জাদুঘরের চেয়ারম্যান জর্জ অসবোর্ন এ কথা নিশ্চিত করেন। এদিকে ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন জাদুঘরের পরিচালক হার্টউইগ ফিশার।
বিবিসি জানায়, চুরির ঘটনায় জাদুঘরের সুনাম ক্ষুণ্ন হওয়ার কথা স্বীকার করেছেন চেয়ারম্যান অসর্বোন। তবে তিনি এই অবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাদুঘরের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালে প্রথম চুরিকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হলে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে মনে করেন অসর্বোন। ২০২১ সালে চুরিকাণ্ডে তদন্তে গাফিলতি করার দায়ে জাদুঘরের পরিচালক হার্টউইগ ফিশার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব থেকে সাময়িক ইস্তফা দিয়েছেন তার ডেপুটি জোনাথন উইলিয়ামসও।
চুরি যাওয়া উপকরণগুলোর মধ্যে খ্রিষ্টপূর্ব ১৫ শতক থেকে ১৯ খিষ্টাব্দ সময়ের অসংখ্য মূল্যবান সামগ্রী রয়েছে। সেগুলো মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না। বেশির ভাগ সামগ্রীই একাডেমিক ও গবেষণার কাজে একটি স্টোর রুমে সংরক্ষিত ছিল।ব্রিটিশ জাদুঘর হলো যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। জাদুঘরটি যুক্তরাজ্যের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ।
১৭৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্রিটিশ মিউজিয়ামের প্রায় ৮০ লাখ মূল্যবান বস্তুর বিশাল সংগ্রহ রয়েছে । কিন্তু ২০১৯ সাল পর্যন্ত মাত্র ৮০ হাজার জিনিস জনসাধারণের জন্য প্রদর্শনীতে রাখা হয়েছে। বাকি সব মূল্যবান জিনিস জাদুঘরের সংরক্ষণাগারে রয়েছে।
ভোরেরপাতা/এফ