বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি অস্ত্র মজুদ করছে : জাহাঙ্গীর কবির নানক
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৮:২১ পিএম | অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই বিএনপি অস্ত্র মজুদ করতে শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, গত কয়েকদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতা আটক হয়েছে। আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করতে, দেশের শান্তি ও উন্নয়ন ঠেকাতে তারা এখন থেকেই অস্ত্র মজুদ করতে শুরু করেছে।

শনিবার (২৬ আগস্ট) শোকাবহ আগস্ট মাস স্মরণে মেধাবৃত্তি প্রধান, সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নানক বলেন, এই বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছে। দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার্থে এই বাঙালি জাতি এসকল অস্ত্রধারীদের আবারো প্রতিহত করতে প্রস্তুত। আগামী স্মার্ট বাংলাদেশ কেউ ঠেকাতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। 

১৫ আগস্ট এর স্মৃতিচারণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের একুশে আগস্ট একই সূত্রে গাথা। ৭৫ এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তারই পুত্র তারেক রহমানের পরিকল্পনায় একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। খালেদা-নিজামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, গ্রেনেড হামলার সকল আলামত তারা মুছে দিতে চেয়েছিল। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি সেই ৭৫, সেই একুশে আগস্ট আবারও ক্ষমতায় দেখতে চাই? নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশকে দেখতে চাই।

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ওরা দেশকে ধ্বংস করে আর শেখ হাসিনা সৃষ্টি করে। যাদের থাকার ঘর ছিল না তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছেন। আমাদের ঘরের বোনেরা গোপন রোগের জন্য কাউকে বলতে পারত না। কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে গ্রামেগঞ্জে ক্লিনিকের মাধ্যমে তারা চিকিৎসা নিচ্ছে। বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা এখন সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেতৃত্ব গড়ে তুলতে হবে উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও তারই সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের মত স্মার্ট নেতৃত্ব আমাদের আর কেউ আসেনি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নেতৃত্ব, স্মার্ট প্রশিক্ষণ, স্মার্ট শিক্ষাসহ সবকিছুতে স্মার্ট কার্যক্রমের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশ পরিণত হবে।
 
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]