বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের শোকসভা
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৮:১৭ পিএম আপডেট: ২৬.০৮.২০২৩ ৮:১৯ পিএম | অনলাইন সংস্করণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ স্মরণে ২৫ আগস্ট বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (জুবফ) কর্তৃক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিজয়-৭১ হল, প্রবাসী কল্যাণ ভবন , ইস্কাটন গার্ডেনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে  মুনাজাত ও দোয়ার মাধ্যমে শুরু করা হয়। 

আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন মো: আঃ আহাদ, বিপিএম, পিপিএম (বার) ডিসি (ডিবি), ডিএমপি ও সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ড: খন্দকার  মহিদ উদ্দিন, এডিশনাল পুলিশ কমিশনার, ডিএমপি  এবং সহ-সভাপতি,  জাহাঙ্গীরনগর বিসিএস অফিসার্স ফোরাম, মুখ্য আলোচক  হিসেবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো: নুরুল আলম, ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রফেসর ড. শরীফ এনামুল কবীর, সাবেক ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান  করেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসিএস অফিসার্স ফোরাম। 

দিবসটি উপলক্ষ্যে জাতির জনক ও তাঁর পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচকবৃন্দ জাতির পিতার অতুলনীয় অবদান ও তাঁর জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে আলোচনা করেন। তাঁরা ১৫ আগস্ট ১৯৭৫-এর বর্বর হত্যাকাণ্ড স্মরণ করে হৃদয়ের ক্ষোভ প্রকাশ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। আলোচকবৃন্দ সুখী-সমৃদ্ধ  উন্নত স্মার্ট বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হবার আশাবাদ ব্যক্ত করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]