প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ১১:৪৭ এএম | অনলাইন সংস্করণ
হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৬ আগস্ট) সকালে একটি পুশকার্টে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিভিল এভিয়েশনের নিজস্ব নির্বাপণ বিভাগ আগুন নিভিয়েছে।
পুশকার্ট হলো কোনো প্লেনকে ধাক্কা দেওয়া ও লাগেজ বহনের বিশেষ যান। যেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেটর জিয়াউর রহমান জানান, পুশকার্টটি একটি প্লেনকে ধাক্কা দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে ফায়ারের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হননি।
জানা গেছে, পুশকার্টটিতে আগুন লাগার সময় পাশে সৌদি এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট ছিল। তবে এতে সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে জানতে হজরত শাহজালাল রহ. বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।