প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭:১৪ পিএম | অনলাইন সংস্করণ
মানহীন হওয়ায় জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি, মজুদ নিষিদ্ধ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, উৎপাদিত ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ ট্যাবলেট মানহীন। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল), মহাখালী ঢাকা এই ওষুধকে মানহীন ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মা থেকে সেই নোটিশের জবাব দেয়া হয়, যা গ্রহণযোগ্য নয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেওয়া হয়।
ভোরের পাতা/কে