প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৬:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
গেল ঈদুল আজহায় দেশের সিনেমাহলে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া ফেলে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমাটির সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।
দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ২ মাস আগে মুক্তি পেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’।
গাড়ি উপহার পেয়ে প্রযোজককে ধন্যবাদ দিতে ভুললেন না পরিচালক হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শো-রুমের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’
জানা যায়, এই গাড়ির দাম ২৬ লাখ টাকা। কাজের স্বীকৃতির এমন আচমকা উপহার পেয়ে রীতিমতো অবাক পরিচালক।
উল্লেখ্য, হিমেল আশরাফের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ও নির্মাণ করেছিল আরশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। আবারও প্রযোজক-পরিচালক জুটি আসতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। এবারের ছবির নাম ‘রাজকুমার’। এতে নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে এই সিনেমার শুটিং শুরু হতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশে শুটিং হবে ছবিটির।