প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ২:১৭ পিএম আপডেট: ২০.০৮.২০২৩ ৩:১৩ পিএম | অনলাইন সংস্করণ
গত ১০ আগস্ট মুক্তি পাওয়া ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ সিনেমাটি বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’ এবং ২০২২ সালের ‘পন্নিয়িন সেলভান ১’-এর পর ‘জেলার’ তৃতীয় তামিল চলচ্চিত্র হিসেবে ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।
এদিকে বক্স অফিসের প্রতিবেদন অনুসারে, গতকাল শনিবার ‘জেলার’ তার দশম দিনে ভারতে সমস্ত ভাষায় ১৮ কোটি রুপি আয় করেছে।
গত ১০ আগস্ট মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি রুপি আয় করেছিল ‘জেলার’, যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড।
অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
জেলারের এখন পর্যন্ত শুধু ভারতে আয় ২৬৩ দশমিক ৯ কোটি রুপি। প্রথম সপ্তাহে ভারতে সমস্ত ভাষায় ২৩৫ কোটি রুপির বেশি আয় করেছিল সিনেমাটি।
ভোরের পাতা/ই