প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ২:৪৯ এএম আপডেট: ২০.০৮.২০২৩ ২:৫৩ এএম | অনলাইন সংস্করণ
ক্সবাজারের টেকনাফে গফুর মিয়া নামের এক জেলের জালে ধরা পড়া দুটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নাফ নদীতে জাল ফেলেন গফুর মিয়া নামের এক জেলে। রাত ৯টার দিকে তার জালে প্রায় আড়াই কেজি ওজনের বড় দুটি ইলিশ ধরা পড়ে।
পরে ঐ জেলের কাছ থেকে মাছ দুটি কিনে নেন টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার মাছ ব্যবসায়ী মোজাহার আলম। শুক্রবার সকালে বাজারে এনে মাছগুলো ১২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার নাফ নদী থেকে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল। এ নদীতে ৬ বছর মাছ ধরা বন্ধ ছিল। বর্তমানে নদীটি ইলিশের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, আড়াই কেজির ইলিশ খুব কমই ধরা পড়ে। বড় আকৃতির ইলিশ দুটি দেখতে ভিড় জমান ক্রেতারা। এমন বড় ইলিশ প্রতিদিন দেখা যায় না।