সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ থানার খেতাব পেলো রাঙামাটির কোতয়ালী থানা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৯:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

পার্বত্য জেলা রাঙামাটিতে চলতি বছরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে রাঙামাটি কোতয়ালী থানা। বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তির জন্য রাঙামাটি কোতয়ালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার)। 

উক্ত সভায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতয়ালী থানার এএসআই (নিরস্ত্র) মো: ফিরোজ আলমের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে, কোতয়ালী থানা কর্তৃপক্ষ তার অধীন রাঙামাটি সদর এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোরদার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদন্ডের আলোকে রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী থানাকে নির্বাচিত করা হয়। এনিয়ে পঞ্চমবারের মতো রাঙামাটি জেলায় কোতয়ালী থানা শ্রেষ্ঠ থানার খেতাব অর্জন করলো।

এরআগে সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]