রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাঈদীর মৃত্যুতে পোস্ট: বহিষ্কার হচ্ছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতা
তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৯:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বহিষ্কার হতে যাচ্ছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী। 

ইতোমধ্যেই সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় পদ হারিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের অন্তত ৬৮ জন। এছাড়াও সারা দেশে বাংলাদেশ ছাত্রলীগের যে সব নেতাকর্মী সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাদের তালিকা তৈরি করছেন সংগঠনটি। গণমাধ্যমের হাতে আসা ওই তালিকায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৯০ জনের নাম দেখা যায়। যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়াও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া।

বহিষ্কারের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, স্ব স্ব ইউনিটকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। যার যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বহিষ্কারের তালিকায় তিতুমীর কলেজ ছাত্রলীগের যাদের নাম রয়েছে, এসএম আসিক মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, নুরে আলম সিদ্দিকী রুম্মান, সহ-সভাপতি, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, নবীন ইসলাম রাজ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।  সাজ্জাদুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, সহ-সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, ইমরান নাহিদ, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, মুসা বিন মন্নর, ১নং কার্যকরী সদস্য, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ সহ আরও অনেকে।

এ ব্যাপারে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া জানান, আমরা লিস্ট করতেছি এরপর বহিষ্কার করা হবে। ইতোমধ্যে চার-পাচঁজনকে পেয়েছি, আরও খোজঁ নেয়া হচ্ছে। আমি আমার সাধারণ সম্পাদক সহ সকলজে বলে দিচ্ছি এধরনের পোস্টের স্ক্রিনশট পেলে আমাদের দপ্তরে জমা দিতে। আমরা চেষ্টা করতেছি সময় নিয়ে যাচাই-বাচাই করতে। এখন তো এডিটিং এর যুগ, কারও আগর্শের জায়গায় দাগ না লাগে।  

তিনি আরও বলেন, জাতির পিতার আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই সংগঠনে থেকে এরকম কাজ কেউ করতে পারেনা। আমি তাদের ধিক্কার জানাই। 

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, যারা পোস্ট দিয়েছে তাদের সময় মত বহিষ্কার করা হবে। কতজনকে বহিষ্কার করা হতে পারে এব্যাপারে তিনি বলেন, যতজনের নাম পাওয়া যাবে ততজনকেই। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]