প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৯:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি চক্র কুতথ্য, গুজব ও অপ্রচার চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে যাচ্ছে। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, দাঙ্গা সৃষ্টি হয়। এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পাশাপাশি গুজব, অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।সরকারের উন্নয়নমুলক কর্মযজ্ঞসমুহ তুলে ধতে হবে।
শুক্রবার (১৮ আগস্ট) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্র ও নির্বাচন বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন এসপি মাছুম আহাম্মদ ভুঞা।
সাংবাদিকদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারনিউজ এবং ইউএসএআইডি-এর সহায়তায় প্রশিক্ষণের এই আয়োজন করে নিউজ নেটওয়ার্ক।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নিউজ নেটওয়ার্ক ময়মনসিংহের সমন্বয়ক মীর গোলাম মোস্তফা।
প্রথম দিনের প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসিসিয়েটড প্রেস’র (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম। তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহন করেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২০ জন সাংবাদিক।