প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৯:০৬ পিএম আপডেট: ১৯.০৮.২০২৩ ৯:০৯ পিএম | অনলাইন সংস্করণ
ভারত সরকার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ।
নিজ দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ উন্নত করার লক্ষ্যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে।
ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্প আরোপ অব্যাহত থাকবে।
এর আগে ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ কেজিপ্রতি দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি।
ব্যবসায়ীরা জানায়, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে।
ব্যবসায়ীরা আরও বলেছেন, পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির কারণে বাজারে অন্যান্য সবজির দামও বাড়তি। এই কারণেও পেঁয়াজের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এদিকে জুলাইতে ভারতের বার্ষিক খুচরা মুল্যস্ফীতি বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জুলাইতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।
ভোরের পাতা/কে