প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৮:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পাল্টাপাল্টি পদযাত্রা করেছে জেলা বিএনপি।
শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে জেলা বিএনপির আহবায়কের নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নেতৃত্বে অপর গ্রুপের পদযাত্রা শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে বের হয়।
তালতলা এলাকা থেকে বের হওয়া পদযাত্রার আগে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী প্রমুখ।
অপরদিকে, সঙ্গীতা সিনেমা হলের সামনে বিএনপির অপর গ্রুপের পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়। পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, জেলা ছাত্রদলের সভাপতি শেখ সজীব প্রমুখ।
উভয় সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে।
বক্তারা আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
তবে ২ গ্রুপের পদযাত্রার দুটোতেই জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।