প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৪:৫৬ পিএম আপডেট: ১৯.০৮.২০২৩ ৫:০৬ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। কারণটি হলো কোমরের ইনজুরি। তবে বিশ্রাম শেষে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু কবে নাগাদ টাইগার স্কোয়াডে ফিরবেন তিনি সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে ঠিক উল্টো অবস্থানে আছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে যে তিনি থাকছেন না তা আরও একবার ইঙ্গিত দিলেন নির্বাচক হাবিবুল বাশার।
আসন্ন এশিয়া কাপের দলেও নেই তামিম ও মাহমুদউল্লাহ। তামিম ছিটকে গেছেন ইনজুরির কারণে। তবে অনেক ভাবনার পরও মাহমুদউল্লাহকে রাখেনি নির্বাচকরা।
শনিবার তামিম ইকবাল প্রসঙ্গে হাবিবুল তামিমের অভিজ্ঞতার ব্যাপারটি তুলে ধরে বলেন, তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার।
তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার।
তামিমের মতোই অভিজ্ঞ মাহমুদউল্লাহও। হাবিবুলকে এই বিষয়টি মনে করিয়ে দিলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ‘আমার মনে হয় প্রশ্নটা এর আগে অনেকবার করা হয়েছে। এই প্রশ্নটা এর আগে অনেকবার ক্লিয়ারও করা হয়েছে। খুব ভালো হয় আমাদের এখন যে এশিয়া কাপের দল আছে সেই দল নিয়ে ভাবি। সেই দল নিয়েই পরিকল্পনা করি।'
আজ তামিম ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নে বাশার বলেন, ‘আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে।’
টাইগারদের সাবেক অধিনায়কের মতে, ‘আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা ইনজুরি থাকবে। সেটি তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার।’