তবে কখন, কোথায় এবং কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউ-ই বলতে পারেননি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, রাজের মাথা ফাটল কীভাবে? কে ফাটাল মাথা?
ছবি দেখে দর্শকরা ধরে নিয়েছিল সব মান-অভিমান এক হয়েছেন রাজ-পরী। রাজও জানিয়েছিলেন ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।
জানা গেছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন।
এ বিষয়ে রাজের সঙ্গে মুঠোফোনে ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে পরী বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথাও বলতে পারছি না।’
এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই-এমনটাও শোনা যাচ্ছে।