যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন ফ্রান্স আওয়ামী লীগের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ফ্রান্স আওয়ামী লীগ।
রাজধানী প্যারিসের ক্যথসিমাস্থ একটি রেষ্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্স আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমেদ, সহ-সভাপতি অবনী দাস গোপাল, শুব্রত ভট্টাচার্য শুভ, মোতালেব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, এমদাদুল হক স্বপন, ফয়সাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার, সেলিম ওয়াদা সেলু, সাঈদুর রহমান, মহিলা সম্পাদিকা নিগার আফরোজ, ওয়াদুদ ভূইয়া, মুনসুর আহমেদ, আলী আক্কাস, আসাদুজ্জামান সুমন, কামাল পাশা, কামাল শিকদার, ইকবাল হোসেন সুমন, আবছার মোড়ল, সাঈদ আহমেদ জুম্মন, যুবলীগ নেতা কামরুজ্জামান সেলিম, সাইফুর রহমান কাইয়ুম, ওয়াহিদুজ্জামান টিপু, সালমান রহমান, সাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নুল আবেদীন, রিপন মজুমদার, প্যারিস মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, চৌধুরী মারুফ অমিত, আতিক হাসান সহ আরো অনেকে।
নেতৃবৃন্দ জাতীয় শোকদিবসের শোক কে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে জাতির জনক এবং তার পরিবারের সদস্য সহ ১৫ই আগষ্টে শাহাদত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা ও বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের প্রেসিডেন্ট চৌধুরী সালেহ আহমেদ।