প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
পনের আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত শহিদের আত্মার মাগফিতার কামনায় ঝালকাঠিতে দোয়া-মোনাজাত হয়েছে।
উপস্থিত শ্রেণি পেশার হাজারো মানুষের সাথে দুই সংসদ সদস্যসহ বিভিন্ন দফতারের কর্মকতারা ভার্চুয়ালী সংযুক্ত হয়ে দোয়া মোনাজাতে অংশ নেয়।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন শোক দিবসের এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
এ সময় ঝালকাঠি-২ আসনের সাংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন ছাড়াও আরও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা ভার্চুয়ালী যুক্ত হয়ে মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার মোনাজাতে অংশ নেন।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, আমরা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার মানুষ এক সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেছি।
দোয়া মোনাজাত শেষে শোক দিবসের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।