প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ২:২৫ এএম | অনলাইন সংস্করণ
বরগুনার তালতলীতে শতাধিক হাফেজের কন্ঠে কোরআন খতম ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত করছে উপজেলা প্রশাসন।
১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে উপজেলা প্রশাসন। এরপর সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর দোয়া অনুষ্ঠান, র্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের পায়রা হলরুমে শতাধিক হাফেজের কন্ঠে কোরআন খতমজাতির পিতাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু.তৌফিকুজ্জামান তনু,সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।