সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়-দু:স্থদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ২:২৫ এএম | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

মঙ্গলবার সকালে ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়নের আয়োজনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলার গোবরাতলা বকুলতলা বাজারে বিজিবি ক্যাম্পে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়।

অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে চাল ডাল লবন আলু চিনি দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন, ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এসময় তিনি বলেন, জাতির জনকের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় আগামী দিনেও এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তাদের পাশে দাঁড়ানো। এতে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। মানবিক দায়িত্ববোধ থেকেই বিশেষ এই দিনে এমন আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকেলে সীমান্ত এলকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে।

খাদ্যসামগ্রী পেয়ে খুশি অর্ধশতাধিক পরিবার। খাবার পেয়েছেন বৃদ্ধা ভিক্ষুক ফিকি বেগম। তিনি জানান, হাঁটাচলা করতে পারিনা। তবুও বাড়ি বাড়ি গিয়ে যা পাই, তা দিয়েই কোনরকমে দুটো খেয়ে বেঁচে থাকি। বিজিবির এই খাদ্য দেয়ায় কয়েক দিনের খাবারের ব্যবস্থা হয়েছে। খুব উপকার হলো। আল্লাহ তাদের ভালো করুক।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, সুবেদার মেজর মো. কেরামত আলী, প্রধান সহকারী তারিক বাদশা।

এদিকে, দিবসটি উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও বিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে ৫৯ বিজিবি (রহনপুর) ব্যাটলিয়ন। এতে সীমান্ত এলাকার দরিদ্র অসহায় প্রায় সাড়ে তিনশ রোগীকে চিকিৎসা ও ওষুধপত্র বিতরণ করবে বিজিবি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]