প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ২:২৫ এএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার ১৫আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়।
এরপরে সকাল ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
জেলাবাসীর পক্ষে প্রথমে শরীয়তপুর-১আসনের এমপি ইকবাল হোসেন অপু,জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দীন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এবং নড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. শওকত আলী।
এরপরে পর্যায়ক্রমে রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী অফিস ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।