প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ২:১৫ এএম | অনলাইন সংস্করণ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে এ দিবস পালন করেছে।
কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এমএ কাদের মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, সিনিয়র সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি ও শিক্ষক রেজাউল করিম বাদল প্রমুখ।