প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ২:১৫ এএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পেশাজীবি, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ১৫ আগষ্ট বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আকতারুজ্জামান মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।
পরে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ক ১ মিনিটের ভিডিও চিত্র, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।