প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ২:১৫ এএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় শেখ রাসেল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক মুকুল, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মজিবুর রহমান, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রিপা সরদার, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সুজা, উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি নাহিদ হাসান ছোটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম।
এদিকে উপজেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।