মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জাতির পিতা রক্ত দিয়ে আরও বেশি ঋণী করে গেছেন: ড. কাজী এরতেজা হাসান
গাজী ফারহাদ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯:০০ পিএম আপডেট: ১৫.০৮.২০২৩ ১১:০৪ পিএম | অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি বলেছেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দিয়ে আরও বেশি ঋণী করে গেছেন। তাঁর রক্তের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। 

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দলীয় নেতা-কর্মীদের নিয়ে সকালে শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব  কথা বলেন।

ড. কাজী এরতেজা হাসান বলেন, বঙ্গবন্ধুর মতো সাহসী, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরও বেশি ঋণী করে গেছেন। তাঁর রক্তের ঋণ শোধ করতে পারবো না। কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় দিন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার কলঙ্ক বাঙালিকে আজীবন বয়ে বেড়াতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। 

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা বাঙালি জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা। যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি দেশকে স্বাধীনতা, একটি পতাকা উপহার দিয়েছেন তাকে এমন নির্মমভাবে হত্যা করা হবে  যেটা কেউ কখনও ভাবেনি। খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তাঁর পরিবারের প্রত্যেক সদস্যকে, এমনকি শিশু রাসেলকে পর্যন্ত তারা নৃশংসভাবে  হত্যা করেছে। পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবিক মূল্যবোধ এই হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না। 
ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কখনও হত্যা, ঘৃণা, সাম্প্রদায়িকতা সমর্থন করেননি। বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত হচ্ছে। জাতীয় স্বার্থ রক্ষা করে উন্নত দেশ, স্মার্ট বাংলাদেশ গঠনে সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মতো সাহসী, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরও বেশি ঋণী করে গেছেন। তাঁর রক্তের ঋণ শোধ করতে পারবো না। কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো।’

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ড. কাজী এরতেজা হাসান বলেন, ১৯৭১ সালে বৈদেশিক রিজার্ভ ছিল শূন্য। সে সময় অন্যদেশের সঙ্গে বিনিময় প্রথার মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আমদানির শুরু করে সরকার। পাট ও চামড়া ছিল বাংলাদেশের বিনিময় পণ্য। তবে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় আজ দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯৭৩২.১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। তাই এই উন্নয়নকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

পরে বেলা সাড়ে ১১টায় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় জেলা তাঁতী লীগের খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেনসহ তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর শহরের ইটাগাছা, কুখরালী, পার কুখরালী, চালতেতলা, গড়ের কান্দা, বদ্দিপুর কলোনি ও আলিয়া মাদ্রাসা এলাকায় যুবলীগের আয়োজনে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

এসময় তার সফর সঙ্গী ছিলেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতী লীগের সভাপতি মারুফ হাসান, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সদস্য সচিব  তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ নেতা জুবায়ের আল জামান প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে, সাতক্ষীরা জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও মনোয়ার হোসেন অনুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.কাজী এরতেজা হাসান, সিআইপি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]