প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৯:০১ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রায় দেড় বিঘা জমির বাগান থেকে রাতের আঁধারে ৩৫০টি সুপারি গাছ কর্তন করেছেন দূর্বৃত্তরা। শনিবার (১২ আগষ্ট) রাতে উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের ধুলার কুটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন তার শ^শুর বাড়ির পাশে দেড় বিঘা জমি ক্রয় করে তাতে ৪৫০টি সুপারি গাছ লাগান। সুপারি গাছগুলো বেশ বড় ও পুষ্ট হচ্ছিল। এরই মধ্যে শনিবার রাতের আঁধারে ৩৫০টি গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ আফজাল হোসেন জানান, রোববার (১৩ আগষ্ট) সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি কে বা কারা আমার সুপারি বাগানের ৩৫০টি গাছ মাঝ বরাবর কর্তন করেছে। আমি তো এখানে থাকি না আর শ^শুর বাড়ি এলাকার কারো সাথে আমার কোনদিন দু’কথাও হয়নি। তারা কেন আমার সাথে এমন অন্যায় করলো। এর সঠিক বিচার চেয়ে থানায় একটি অভিযোগ করেছি।
চর-ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মনিক উদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। একটি জরুরী কাজে উপজেলায় এসেছি। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল অমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।