প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৮:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগের অধ্যাপক। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্যমতে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি এ পদের যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
এর আগে, গত ২৮ মে শিক্ষকদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। এরপর থেকে নিয়মিত উপাচার্যবিহীন এই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সৃষ্টি হয়। ফলে নিয়মিত উপাচার্যের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা আন্দোলন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।