প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৮:২০ পিএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা ৪ আসেনর সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের হাত ধরে বদলে গেছে শ্যামনগর- কালীগঞ্জের চেহারা। শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ থেকে শুরু করে শতভাগ বিদ্যুতায়নের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করে জনগণের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এস এম জগলুল হায়দার।
খোঁজ নিয়ে জানা গেছে, এমপি হিসাবে দায়িত্ব নিয়ে এস এম জগলুল হায়দার শ্যামনগর- কালীগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছেন। শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, শ্যামনগর হরিচরণ পাইলট স্কুল, কালীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এবং কালীগঞ্জ পাইলট স্কুলকে জাতীয়করণের পাশাপাশি শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দৃষ্টিনন্দন ভবন তৈরি করেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি করেছেন।
রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে শ্যামনগর ও কালীগঞ্জের একাংশে। শত কিলোমিটার রাস্তায় কার্পেটিং করার পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন চলমান আছে।
শ্যামনগর ও কালীগঞ্জের একাংশের সব বাড়িতে বিদ্যুৎতের আলোয় আলোকিত করেছেন। এমনকি ২ হাজারের বেশি গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ঘর দিয়েছেন।
এছাড়া আইলা দূর্গত এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করায় উপকূলবাসীরা এমপি জগলুল হায়দারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।