রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
১৫ আগস্ট আমাদের জন্য লজ্জার: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৯:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য,জাতীয় সংসদের উপনেতা বেগম  মতিয়া চৌধুরী বলেছেন, “আমরা এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে জন্মগ্রহণ করা মানুষ; যারা বাংলায় কথা বলত তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। যার ধারাবাহিকতায় এখনো দেশে অশুভ আঁতাত ফুটে উঠতে দেখা যায়।” ১৫ আগস্ট আমাদের জন্য কস্টের ও লজ্জার।

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেন, “আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি ঘুমহীন নিদ্রাহীনভাবে দেশ ও দেশের মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, আমরা সফল হবো, শেখ হাসিনা সফল হবেই।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সদস্য বলেন, “শত প্রতিকূলতা প্রতিবন্ধকতা অতিক্রম করে এতো মৃত্যু, হত্যা, রক্তের পরও শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। তার পিতার দেওয়া প্রতিশ্রুতি খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে দেশে আসতে দিতে চায়নি সেদিন যারা ক্ষমতায় ছিল।”

সাংবাদিকদের উদ্দেশ্য করে মতিয়া চৌধুরি বলেন, “ভিন্ন মত ভিন্ন পথের চিহ্ন দেখতে পেলেও আমরা গঠনমূলক সমালোচনা চাই; তাহলে নিজেদের আরও শুদ্ধ করার সুযোগ থাকে। অতিরিক্ত প্রশংসা মানুষের মাথা খারাপ করে দেয়। বঙ্গবন্ধুকে যে দিন হত্যা হলো, তার পরদিন ১৬ আগস্ট পাকিস্তানের ডন পত্রিকায় শিরোনাম হরা হয়েছিল ‘শেখ মুজিব কিলড বাই বাঙালি’ এই কথাটা যখনই মনে হয় তখন খুব কষ্ট হয়। এতো লজ্জা অপমান আর কিসে হতে পারে।”

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার  শেখ ফজলে নূর তাপস 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মানিক লাল ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ও বিএফউজের সাবেক সভাপতি   ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফউজের  সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, কাজী রফিক, বিএফউজের  সাবেক কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্কী, ডিইউজের সাধারণ সম্পাদক  আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ভুইয়া,, ডিইউজের কোষাধক্ষ্য  আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য  ইব্রাহিম খলিল খোকন, মহিউদ্দিন পলাশ প্রমূখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]