শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নরসিংদীতে ৭ যুবক নিখোঁজ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৮:০৫ পিএম | অনলাইন সংস্করণ

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর বেলাব উজেলার নারায়পুর ইউনিয়নের ৭ যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ৭ যুবক হলেন  উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০)একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন কামাল (৩৪),ভাটেরচর  গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা(২২),দুলালকান্দি গ্রামের হারুন মিয়ার ছেলে মনির হোসেন(২২),একই এলাকার আঃ মোতালিব মিয়ার ছেলে রবিউল(৩৩),টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া(২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া ২১) এরা ১২ থেকে ১৪ লাখ টাকা খরচ করে দালাল দুলাল কান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকির হোসেন এবং জাকিরের ফুফু নুর কাসেমের স্ত্রী শাহিনুর বেগম উক্ত দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে তারা।

শুক্রবার (১১আগস্ট)সকালে নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান,৭-৮ মাস আগে আমার ভাইকে ১২ লক্ষ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্য প্রথমে  লিবিয়া নিয়ে যায় দালাল চক্র,বেশ কিছুদিন লিবিয়াতে  গেমঘরে রেখে গত বুধবার রাত ৩ ঘটিকায় ডেঙ্গিকে তুলে ইতালির পথে যাত্রা করে,কিন্তু ৪০ মিনিট পর ডেঙ্গি ডুবে নিখোঁজ হয় তারা।ভুক্তভোগীরা আরো জানান, জাকিরের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন ফিরে আসলেও আটজন নিখোঁজ রয়ে যায়। এ তথ্য স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানানো হয়।  

নিখোঁজ রবিউলের ভাই ইব্রাহিম বলেন,আমার ভাই আট মাস আগে লিবিয়া গিয়েছিল ভৈরবের দালাল  রবিউল্লার মাধ্যমে। কিন্তু সেখানে ভাইকে  বৈধ কোনো কাগজ করে দেয়নি।পরে দুলালকান্দির দালাল জাকির হোসেন ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এখন আমার ভাই নিখোঁজ। আমার ভাইয়ের সন্ধান চাই।

রবিউলের স্ত্রী সাথী আক্তার জানা,আজ থেকে ১৭ দিন আগে আমার স্বামীর সাথে কথা হয়েছিল,তিনি বলেছিলেন আমার জন্য দোয়া করো। আমরা এখন গেম ঘরে আছি, আগামী বুধবারে ডেঙ্গিতে তুলবে, এ কথা বলে মোবাইল বন্ধ করে দেয়। তারপর থেকে আর কোন যোগাযোগ করতে পারেনি। 

এ বিষয়ে দুলালকান্দি গ্রামের বর্তমান ইউপি সদস্য মিলন মেম্বার জানান,আমি খবর পেয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগের  চেষ্টা করি। ফোন দিলে মোবাইল অন্য একজন রিসিভ করে আমাকে জানান, জাকির হোসেনের আন্ডারে  ২০ জনের থেকে ১২ জন  উদ্ধার হলেও আটজন কোনো খোঁজ পাওয়া যায়নি 

এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে  কাউকে পাওয়া যায়নি।তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো.তানভীর আহমেদ বলেন,বিষয়টি আপনাদের মাধ্যমে এবং লোক মুখে শুনেছি এখনো কোন অভিযোগ আসেনি এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরা বলেন,নিখোঁজের সংবাদ লোক মুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন যোগাযোগ করা হয়নি।নিখোঁজের বিষয় জানতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানে যোগাযোগ করার চেষ্টা করছি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]