রোববার ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪ পৌষ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জের চাষিরা ঝুঁকে পড়ছে নাবী জাতের দিকে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ২:৫৭ এএম | অনলাইন সংস্করণ

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের প্রধান অর্থকারী ফসল আম। আমচাষী গন আগাম জাতের আমে ভালো মুল্য না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে নাবী জাতের (লেট ভ্যারাইটিজ) আম বাগানে আগ্রহ বাড়াচ্ছেন চাষিগন। এমতাবস্থায় নাবি জাতের আম মৌসুমের শেষ দিকে বাজারে আসায় আশানুরুপ দাম পেয়ে লাভবান হচ্ছেন তারা। ফলে নাবি জাতের আমবাগান গড়তে ঝুঁকছেন আমচাষী ও বাগান মালিকরা। 

নাবী জাতের আমচাষিরা বলছেন, সাধারণত এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত আমের ভরা মৌসুম। এই সময়ে ফজলি, খিরশাপাতি, ল্যাংড়া, গোপালভোগ, হাঁড়িভাঙা, নাগফজলিসহ গুটি জাতের আমগুলো বাজারে পাওয়া যায়। যখন বাজারে বেশির ভাগ আমের সরবরাহ কমে যায়, তখনই পাকতে শুরু করে গৌড়মতি,বারি-৪, বারি-১১, বারি-১৩ ও আশ্বিনা জাতের আম। এসব জাতের আম কম চাষাবাদ আর মৌসুমের শেষে বাজারে পাওয়া যায় বলে আশানুরুপ দামে বিক্রি করেন চাষিরা।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী- চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৩২৭ হেক্টর জমিতে আশ্বিনা আমের চাষাবাদ হয় ৬ লাখ ৮৬ হাজার ২৮৫ গাছে, ২ হাজার ৬২০ হেক্টর জমিতে আম্রপালি চাষ হয় ২ লাখ ৩০ হাজার ৫৫৫ গাছে , ২৫২ হেক্টর জমিতে বারি-১১ চাষাবাদ ২০ হাজার ৭০৫ হেক্টর গাছে, ৭৮৬ হেক্টর জমিতে বারি-৪ চাষ হয় ৬৬ হাজার ১৪০ গাছে, ১২৮ হেক্টর জমিতে গৌড় আমের চাষাবাদ হচ্ছে ২১ হাজার ৯৫০ টি আম গাছে, ৪০০ হেক্টর জমিতে কার্ডিমন আমের চাষাবাদ হচ্ছে ৪৪ হাজার ১২৫ আম গাছে। এছাড়াও আরও হাজার খানেক হেক্টর জমিতে অনেক রকমের নাবী জাতের আম চাষাবাদ হয় জেলায়। 

জেলার বাজারগুলোতে গৌড়মতি আম বিক্রি হচ্ছে ৪০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত। বারি -৪ আম বিক্রি হচ্ছে ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা, আশ্বিনা আম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত, আম্রপালি আম বিক্রি হচ্ছে ৩৫০০ হাজার ৪৫০০ টাকা, বারি-৭ আম বিক্রি হচ্ছে ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত। এছাড়াও ইতোমধ্যে বাজার থেকে ব্যানানা আম বিক্রি সম্পন্ন হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে বাজারে নামতে শুরু করবে নাবী জাতের কার্ডিমন আম। 

গাছ রোপনের কয়েক বছরের মধ্যেই নাবী জাতের চারাগুলোতে আম আসতে শুরু করে। মৌসুমের শেষে আমগুলো পাকে তাই বাজারে দামও বেশি পাওয়া যায়। ফলে এসব জাতের আম চাষাবাদে আগ্রহ বাড়ছে চাষীদের বলে জানান কামরুল ইসলাম। 

আমচাষী কামরুল ইসলাম  বলেন, গাছে মুকুল আসা থেকে শুরু করে আম নামানো পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় গাছগুলোকে। প্রচলিত জাতের আমগুলো বাজারে বিক্রি শেষে নাবী জাতের আমগুলো পাকে। এই সময়ের মধ্যে বাড়তি পরিচর্যা খরচ গুনতে হয় বাগান মালিকদের। বাজারে যখন আম থাকেনা তখন নাবী জাতেরই আম দিয়ে বছরের বাকিটা সময় চাহিদা পূরণ হয়।

কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিমল কুমার প্রমানিক বলেন, নাবী জাতগুলোর মধ্যে গৌড়মতি, বারি ১১, কার্ডিমন,বারি ৪ এসব আম জনপ্রিয় হয়ে উঠেছে। তারমধ্যে শীর্ষে রয়েছে গৌড়মতি আমটি। গত পাঁচ বছরে হর্টিকালচার থেকে ৪৮ হাজার ও অনান্য নার্সারি থেকে আরও এক লাখ চারা বিক্রি হয়েছে গৌড়মতির।  

তিনি বলেন, নাবী জাতের আম বাগান যারা গড়ে তুলেছেন তারা এখন পর্যন্ত কোন সমস্যার সম্মুখীন হয়নি। এমন কি আমরা কোন খবরও পাইনি। নাবী জাতের আমগুলোর বাজার মূল্য আর চাহিদা বেশি থাকায় জনপ্রিয় হচ্ছে। প্রতিবছরই নাবী জাতের চারাগুলোর দাম কমিয়ে দেয়া হচ্ছে। যাতে করে চাষীরা কম দামে চারা কিনে আমের বাগান গড়তে পারে।


প্রচলিত আমের মৌসুমে শেষে বাজারে আম থাকেনা তখন চাহিদা মেটাতে বাজারে নামে নাবী জাতের আম। অতুলনীয় স্বাদ আর বাজারে চাহিদা থাকায় আশানুরূপ দাম পাচ্ছে আম চাষী ও বাগান মালিকরা। ফলে জেলার বিভিন্ন জায়গায় গড় উঠছে নাবী জাতের আমের বাগান বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বুলবুল আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি প্রচলিত আমের জাতগুলোর বাগান বাড়ছেনা তবে নাবী জাতের আমের বাগান সদর উপজেলার একাংশ,  নাচোল, গোমস্তাপুরে বাড়ছে। দেশের মানুষের চাহিদার পাশাপাশি বিদেশের মার্কেটেও চাহিদা রয়েছে। তবে জোর-ঝামেলায় না গিয়ে আম চাষীরা দেশীয় মার্কেটগুলোতে নাবী জাতের আম বিক্রি করছেন। এসব আম গাছ থেকে নামানোর পরেও সপ্তাহ খানেকধরে নষ্ট হয়না, বাজারে বিক্রিও হয় ভালো দামে।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৩৮ হাজার হেক্টর আম বাগানের মধ্যে ২০ হাজার হেক্টর জমিতে  আম চাষাবাদ হচ্ছে নাবী জাতের। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]