প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৬:২৩ পিএম আপডেট: ১৯.০৭.২০২৩ ৬:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা ১৭ আসনে নির্বাচিত হওয়া সংসদ সদস্য অধ্যাপক এ. আরাফাত এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি ষড়যন্ত্রকারীচক্র।
দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকারকে বিব্রত করে ঝামেলা সৃষ্টি করায় বিডি পলিটিকো নামক একটি দেশবিরোধী গুজব সৃষ্টিকারী পোর্টাল এমন মিথ্যা তথ্য প্রচার করেছে। এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কু-মতলব। জনগণকে উসকানি দিয়ে রাজপথে নামিয়ে পরিস্থিতি ঘোলাটে করে বিদেশি প্রভুদের হস্তক্ষেপ চাইবে তারা। এরপর পুতুল সরকার হিসেবে ক্ষমতায় আসাই তাদের মূল উদ্দেশ্য।
এ. আরাফাত নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপি ও সমমনা দলগুলোর গুজব পোর্টাল হিসেবে বিডি পলিটিকো একের পর এক অর্বাচীন ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে বলা হচ্ছে, এ আরাফাত নাকি ফোনে কাউকে বলেছেন, “বঙ্গবন্ধুর ঘাতক এই আর্মি আমাকে ভোট দিবে কেনো? জননেত্রী এত কিছু দেয়ার পরেও এই দশা! শুয়ারের বাচ্চাদেরকে আমি দেখে নেব।” কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এ. আরাফাত এমন কোনো কথা তো বলেনই নি। এমন কিছু হয়েছে বলেও কোনো নির্ভরযোগ্য ও সঠিক খবর পাওয়া যায় নি। একাধিক আন্তর্জাতিক ফ্যাক্টচেক সংস্থা বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করেছেন।
বিভ্রান্তিকর ওই তথ্যে আরো বলা হয়, এ আরাফাতের এমন কথার পর তাকে নাকি আইনশৃঙ্খলাবাহিনী তুলে নিয়ে যায়। যা-ও একটি বিশাল বড় গুজব। এটি এতো বড় গুজব যে, মিথ্যাচারের সর্বোচ্চ সীমানা অতিক্রম করে ফেলেছে। দেশবাসীকে এমন মিথ্যাচার থেকে সতর্ক হবার আহ্বান যা জানিয়েছেন বিজ্ঞজনরা।
তারা বলছেন, সামাজিকভাবে এই চক্রকে প্রতিহত করতে হবে। তা নাহলে উন্নয়নের এই বাংলাদেশ আবারও পিছিয়ে পড়বে। সোনার বাংলাকে আবারও দেখা যাবে দুর্নীতির শীর্ষে। নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করলে তবেই বিফলে যাবে ওদের সকল অপচেষ্টা।