প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১১:৫৫ এএম | অনলাইন সংস্করণ
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (১৮ জুলাই) এই সূচক প্রকাশ করে।
সূচকে দেখা গেছে, তালিকার ৯৬তম অবস্থানে বাংলাদেশ, যা আগে ছিল ১০১তম। গত ১০ জানুয়ারি প্রকাশিত আগের সূচক থেকে গতকাল প্রকাশিত সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে ‘সবুজ পাসপোর্টের’।
এই সূচক তৈরি হয় একটি দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে অন অ্যারাইভাল ভিসা পায় এর ওপর নির্ভর করে। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৪০টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান।
গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের শীর্ষ স্থানে ছিল জাপান। নতুন সূচকে জাপানকে ডিঙ্গিয়ে শীর্ষে উঠেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। জাপান এখন রয়েছে তৃতীয় স্থানে। দেশটির নাগরিকরা বর্তমানে ১৮৯টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান।
শক্তিশালী পাসপোর্ট সূচকে এতদিন এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকলেও সর্বশেষ সূচকে এগিয়ে গেছে ইউরোপ। সূচকে এবার দ্বিতীয় স্থানে উঠেছে জার্মানি, ইতালি ও স্পেন। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।