প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১১:৪৯ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫৭১ পিস ইয়াবা, ৭ কেজি ৫৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা ও ২১১ গ্রাম ১ হাজার ৬০ পুরিয়া হেরোইন, দেশি মদ ২ বোতল ১০ লিটার ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।