সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পানকৌড়ির কলরব, গাছে গাছে শতশত বাসা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৯:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

শ্রীনগরে বর্ষা মৌসুমের জোয়ারের পানি আসার সাথে সাথেই পানকৌড়িদের ব্যাপক আগমন ঘটে। এই অ লের খাল-বিল, নদী-নালা, জলাধার-পুকুর ও বিখ্যাত আড়িয়ল বিল এখন পানিতে টইটুম্বুর। পানকৌড়ির দল বিলের পানিতে ডুবিয়ে সাঁতার কেঁটে মাছ শিকার করছে। বিল কিংবা জলাধারের খুব কাছাকাছি বিভিন্ন গাছের ডালে আবাসন গড়ে তুলেছে। পানকৌড়িদের কিচিরমিচির কোলাহলে মুখরিত হয়ে উঠেছে এলাকা। উঁচু গাছের মগডালে অতিথি এসব পানকৌড়িরা শতশত বাসা বেঁধেছে। করছে বংশ বিস্তারও।

লক্ষ্য করা গেছে, শ্রীনগর সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গাছে পানকৌড়ির দল স্থায়ীভাবে আবাসন গড়ে তুলেছে। পানকৌড়ির পাশাপাশি গাছে অসংখ্য বাদুর ঝুলে থাকতে দেখা যায়। কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজ পাড়া এখন পানকৌড়িদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। লোকালয়ের মধ্যে পানকৌড়ির এমন বিচরণ দেখতে পাওয়াটা অনেক আনন্দের ও দৃষ্টিনন্দন। এখানে নতুন ভবন নির্মাণ হয়েছে ফলে গাছ কাটা পড়ায় অন্যান্য বছরের তুলনায় এবার পানকৌড়ির উপস্থিতি কিছুটা কম। 

কলেজের সাবেক প্রভাষক মাজাহারুল ইসলাম সুমন জানিয়েছেন, এক সময় নিজ উদ্যোগ থেকেই এসব পানকৌড়ির সুরক্ষায় কাজ করে এসেছি। তিনি বলেন, পানকৌড়ি সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে। তা’না হলে একদিন এসব পানকৌড়ি বিলুপ্তির পথে চলে যাবে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার আড়িয়ল বিল জুড়ে এখন শুধুই পানি। বিলের জলরাসির ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটছে অসংখ্য পানকৌড়ি দল। পানকৌড়ির দল বিলের গভীর পানিতে ডুব দিয়ে ছোট ছোট মাছ শিকার করে আনছে। বির্স্তীণ আড়িয়ল বিল জুড়ে পানকৌড়ির পাশাপাশি বালি হাঁস, মাছরাঙ্গা, সাদা বক, কানি বকসহ নাম না জানা অনেক পাখির আগম ঘটতে দেখা যাচ্ছে। 

বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আড়িয়ল বিলের নয়াভিরাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত অসংখ্য পর্যটক নৌকা ভ্রমণে আসছেন প্রতিদিন। সন্ধ্যার সাঁজ পড়তেই শিকারি পানকৌড়ির দলসহ অন্যান্য পাখির ঝাঁক উড়ে নিজ নিজ নীড়ে ফিরার দৃশ্য ভ্রমণকারীদের নজর কাড়ছে বেশ। আড়িয়াল বিল এলাকার গাদিঘাট, শ্রীনগর সরকারি কলেজ, কুকুটিয়া এলাকার বিবন্দী বাজারের খালের পাশে বসতবাড়ির বেশ কিছু উঁচু গাছে পানকৌড়ির আগম ঘটেছে। এসব স্থানে পানকৌড়িরা বংশ বিস্তারের পাশাপাশি শতশত বাসা বেঁধেছে। ছানা পানকৌড়িদের আহারের যোগান দিচ্ছে মা পানকৌড়ি। পানকৌড়ির ডাক-চিৎকারে ও কলরব দূর থেকেই শুনতে পান স্থানীয়রা। স্থানীয়রা পানকৌড়িকে আ লিকভাবে কাউপানি নামেও ডেকে থাকেন। গাছে এসব পানকৌড়ির হাকডাক ও ডানা মেলে রোদে গা শুকানোর দৃশ্য দেখা যায়। 

পানকৌড়ির মিলন-মেলার এমন অপরুপ নজরকারা দৃশ্য উপভোগ করতে অনেক পথচারী খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানি আসার শুরু থেকেই পানকৌড়িরা দল বেঁধে আসতে শুরু করে। জলাশয়ের খুব কাছাকাছি বিভিন্ন গাছের চূড়ায় এরা বাসা বাঁধে ও বংশ বিস্তার করে। কার্তিক মাসে খাল-বিলের পানি নামার দিকে পানকৌড়ির দল আস্তে আস্তে অন্যত্র যেতে শুরু করবে। তবে শ্রীনগর সরকারি কলেজ, বিবন্দী বাজার এলাকাসহ উপজেলার বেশ কয়েকস্থানে বিভিন্ন গাছে অসংখ্য পানকৌড়ি বছর জুড়ে বাস করছে। এসব স্থানে জলাধার ও বিশাল বিশাল পুকুর থাকার ফলে পানকৌড়ির দল নিরাপদ আবাসন স্থল গড়ে তুলেছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]