প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৯:৪১ পিএম | অনলাইন সংস্করণ
প্রবাসী স্বামীর ২ বছরের জমানো ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকার হাত ধরে তাহমিনা আক্তার (২২) নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। তাহমিনা উপজেলার বামনী ইউনিয়নের ইয়াকুব আলী বাড়ীর আল আমিন শিপনের স্ত্রী। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী ছেলে বাবা বাদী হয়ে রায়পুর সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, প্রায় গত ৪ বছর পূর্বে একই গ্রামের হাজি বাড়ির হোসেন আহম্মেদের মেয়ে তাহমিনার সঙ্গে প্রবাসী শিপনের বিয়ে হয়। বিয়ের দেড় বছর পরই শিপন দুবাই চলে যায়। দুই বছর ধরে প্রবাসজীবনের সব টাকা স্ত্রীর নামে পাঠাতেন শিপন। অপরদিকে স্বামী বিদেশ থাকাবস্থায় ইয়াছিন কবির নামের এক যুবকের সঙ্গে তাহমিনার সম্পর্ক গড়ে উঠে।
বিষয়টি জানাজানি হলে রবিবার সন্ধ্যায় নিজের কাছে গচ্ছিত ১০ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণের চেন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে শিপনের বাবা মো. আমিন বাদী পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরে জানা যায় ওই গৃহবধু বর্তমানে প্রেমিক ইয়াছিন কবিরের বাড়ীতে আছেন।
রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ শেখ সাদি বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।