শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: ড. বীরেন শিকদার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৯:৪১ পিএম | অনলাইন সংস্করণ
দেশের উন্নয়নে নারীরা অসামান্য অবদান রাখছে। এখন প্রতিটি সেক্টরের উন্নয়নে নারীরা প্রশংসনীয় ভুমিকা পালন করছে। আমি যদি দেশের উন্নয়নকে একটি পাখির সঙ্গে তুলনা করি তাহলে সেখানে নারী ও পুরুষ হবে পাখির দুটি ডানা। আর পাখি দৌড়ানের ক্ষেত্রে দুটি ডানাই শক্তিশালী করা জরুরী যা নিরলসভাবে করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় যা আজ প্রমাণিত।
মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা পরিবার পরিকল্পনা -কর্মকর্তা ডা: সাইমন নেছা, শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্যে ইয়াসমিন মনিরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারী- পুরুষ সমান ভুমিকা পালন করছে তাই আগামীর সোনার বাংলাদেশ বিনির্মানে নারীদের দক্ষতা আরো বেশি বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠান শেষে শালিখা উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।