সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রায়পুরায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটেের অভিযোগ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৯:৪১ পিএম | অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে শামছুল হক নামে একব্যক্তির বসতঘর ভাংচুর ও লোটপাটের অভিযোগ উঠেছে আরমান নামে এক মরজাল ইউপি সদস্যসহ প্রতিপক্ষের বিরুদ্ধে। শাসছুল হক চর মরজাল এলাকার সফর আলীর ছেলে। মরজাল ইউপি সদস্য আরমান চরমরজাল এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও ৮নং ওয়ার্ড সদস্য। মঙ্গলবার (১৮জুলাই) সকালে উপজেলার চরমরজাল এলাকায় ভুক্ত ভোগীর বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার বর্ননা দেন অভিযোগকারী শামছুল হক। 

তিনি বলেন আজকে অনেকটা অসহায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি যে, আরমান মিয়া (২৮) পিতা- হেলাল মিয়া, আলালউদ্দিন(৫৫) পিতা মৃত, আব্দুল মজিদ, উভয় সাং -চর মরজাল, লিয়াকত আলী (৭০) পিতা মৃত্যু, আব্দুল মন্নাফ, মানিক মিয়া (৪৫) পিতা মৃত্যু - শওকত আলী,  সোহেল (৩৫) পিতা-  আসাদ মিয়া, জামাল মিয়া (৫৫) পিতা - সাজাহান মিয়া, সর্ব সাং - চর মরজাল, পোস্ট মরজাল বাজার, রায়পুরা নরসিংদী। বিবাদী গনের সাথে দীর্ঘদিন যাবত  জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে বিরোধ চলে আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীগণ প্রায় সময়ই আমাকে আমার পরিবারের লোকজনদের খুন জখমের হুমকি ধামকি দিয়া আসিতেছে। 

গত ১৫-৭-২০২৩ তারিখ বিকাল অনুমান তিন ঘটিকার সময় বিবাদীগণ দা, ছুড়ি, শাবল, হাতুড়ি, রড, হেমার, কুড়াল, বললমসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকিলে আমার স্ত্রী কুলসুম বেগম (৩৫) প্রতিবাদ করিয়া বাধা নিষেধ করায়, উল্লেখিত সকল বিবাদীগন আমার স্ত্রীকে মারধর করিয়া রক্তাক্ত জখম করে, আমার মেয়ে তাহমিনা (১৫)  বিবাদীদের কবল হইতে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আগাইয়া গেলে বিবাদীগণ আমার মেয়ের শরীরে বিভিন্ন স্থানে মারদর করিয়া নীলা ফুলা যখন করে। আমার স্ত্রী ও মেয়ে ডাক চিৎকার করিতে থাকিলে আশেপাশের লোকজন আসিতেছে টেরপাইয়া বিবাদীগ চলিয়া যাওয়ার সময় এই মর্মে হুমকি প্রদান করে যে ঘটনার বিষয় নিয়ে বাড়াবাড়ি করিলে বা থানা পুলিশ করিলে আমাকে ও আমার পরিবারের লোকজনদের জীবনে মারিয়া গুম করিয়া ফেলিবে বলিয়া ভয় ভীতি প্রদর্শন করে। 

বিবাধী গনের উক্ত কর্মকান্ডে আমি আমার পরিবারের লোকজন আর্থিক ভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হইয়া আতঙ্কের মধ্যে দিনা পাতি করিতেছি। পরবর্তীতে আমার স্ত্রী ও  মেয়েকে জখমি অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করায়। উক্ত ঘটনার বিষয়ে অনেকে দেখেও জানে। বিবাদী গণ অত্যন্ত খারাপ বেপরোয়া ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। এলাকার ব্যক্তিবর্গের সহিত পরামর্শ করিয়া উক্ত বিষয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করিয়াছি ডাইরি নং ৮৯৭। তারিখ: ১৬-০৭-২০২৩।  থানায় ডায়েরী করার খবর পাইয়া বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে এবং বাড়িঘর পুড়ানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন আসিল আসিয়া তাদেরকে বাধা প্রদান করে। পরে তারা এই বলে হুমকি দেয় যে, আমিও আমার পরিবারের যে কাউকে পাইলে জীবনে মারিয়া ফেলবে। এবিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এসময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। 

রায়পুরা থানায়র অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]