প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০:২৭ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ২৬ কেজি ‘স্বর্ণ পেস্ট’ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
সোমবার (১৭ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ারলাইনটির ফ্লাইট ই কে ৫৮৪-এ যৌথ অভিযান চালায় ঢাকা কাস্টম হাউজ এবং অন্যান্য সংস্থা। পরে এই পেস্ট আকারে অভিনব পন্থায় আনা স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তা সরোয়ার কবির জানান, যৌথ অভিযানে এমিরেটসের বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণ পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। উদ্ধারকৃত স্বর্ণ পেস্টগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।