প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ৮:২৯ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচি ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক সায়মন (১৮)। শনিবার রাত ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা সোশ্যাল ইসলামি ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস টীম ঘটনা স্থলে পৌঁছে নিহত জিমের (১৮) মরদেহ উদ্ধার করেন। রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাস স্ট্যান্ড এলাকায় পৌর টোল প্রদানরত অবস্থায় আশেপাশের ভ্যান চালক চুল ও পরনের কাপড় পেঁচানো অবস্থায় জিমের চাচি খাদিজা (২৫) কে ওই ঘাতক ট্রাকটির নিচে দেখতে পান। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থানে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
এদিকে চান্দাইকোনা থেকে জিমের লাশ ধানগড়া এলাকায় উদ্ধারকৃত চাচি খাদিজার লাশের পাশে রাখলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এদিকে আহত মোটরসাইকেল (ডিসকভারী-১২৫ রেজিঃ বিহীণ) চালক সায়মনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত খাদিজা বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জীম একই গ্রামের জহির উদ্দিন এর মেয়ে।
হাটিকুমরুল হাইওয়ে, রায়গঞ্জ থানা পুলিশ ও রায়গঞ্জ ফায়ার স্টেশন সূত্রে জানা যায় দিনাজপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা বাস স্ট্যান্ড এলাকার সোশ্যাল ব্যাংকের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। জিম ঘটনাস্থলে মারা যান কিন্তু খাদিজাকে পাওয়া যাচ্ছিলো না। পরে তাকে ধানগড়া টোল প্লাজা থেকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন চান্দাইকোনা দুর্ঘটনা কবলিত স্থানেই খাদিজার চুল, কাপড় ট্রাকের নিচের অংশে পেচিয়ে যায়।
মোটরসাইকেলটির ০২ আরোহী ও চালক উপজেলার ডুমরাই গ্রামে তাদের আত্মিয় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলেন। ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্টো-ড-১৪-৪৭৩১) রায়গঞ্জ থানা পুলিশ আটক করেছেন। সুরোতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে হাই ওয়ে পুলিশ সুত্র নিশ্চিত করেছেন।