প্রকাশ: রোববার, ১৬ জুলাই, ২০২৩, ১০:৫৪ এএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে জানা গেছে, শনিবার জর্জিয়ার আটলান্টা থেকে ৩০ কিলোমিটার দূরের হ্যাম্পটনে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫-এ গোলাগুলির ঘটনা ঘটে।
হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেছেন, হামলাকারী ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোরকে শনাক্ত করেছে। বিকেল ৪টা ১৫ পর্যন্ত তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। একটি কালো রঙের গাড়িতে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
টার্নার আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় জানা যায়নি। হামলাকারীকে ধরিয়ে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক বছর বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে কয়েক গুণ। অস্ত্র আইন আরও কঠিন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে চাপ দিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি।