শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিদেশীর সামনে মাথা নত করবে না আওয়ামী লীগ: বাহাউদ্দিন নাসিম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৯:২৮ পিএম আপডেট: ১৫.০৭.২০২৩ ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ

কোন বিদেশীর সামনে মাথা নত করবে না আওয়ামী লীগ। মাথা নত করতে হলে জনগণের সামনে করবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার( ১৫ জুলাই)  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলন সিরাজ উদ্দিন মিলনায়তনে (টাউন হল) সকাল ১০ টায়  অনুষ্ঠিত হয়।

এ সময়ে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ,কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য  জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবীর। প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি  ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৫ সংসদ সদস্য সুলতানা নাদিরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ কোন বিদেশী অপশক্তির কাছে মাথা নত করবে না। মাথা নত করতে হলে জনগণের কাছে করবে।  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি জামাতিদের মতো লুটেরা যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা কাগুজে বাঘের মতো হুংকার দেয় তাদের বিরুদ্ধে, দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।  বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। সকল উন্নয় অগ্রযাত্রাকে ব্যাহত করতে আওয়ামী লীগের বিপক্ষে তারা বিদেশী প্রভুদের কাছে নালিশ করে ক্ষমতায় আসতে চায়। এইসকল ক্ষমতালোভীদের প্রতিহত করা হবে। তিনি আরো বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আমাদারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে,কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আল হাসান বলেন, মাদক কারবারি সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবকলীগে স্থান হবে না।যারা বিতর্কিত,নৌকার বিরোধীতা করেছেন তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারাও কমিটিতে থাকতে পারবেন না।

এসময় বিশষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক এম. আফসারুজ্জামান, উপ কৃষি সম্পাদক আসাদুজ্জামান রনো প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সভাপতি কে. এম. আঃ রশিদ।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক, শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন।

দীর্ঘ ২০ বছর পর বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ ২০০৩ সালের ৩০জুন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে কে এম আবদুর রশীদ এবং শরীফ ইলিয়াস আহমেদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এবার সম্মেলনেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, মো. তানভীর হোসাইন, মুরাদ হোসেন, শাখাওয়াত হোসেন সুজন মোল্লা, ইকবাল হোসাইন, আল আমিন সৈকত, সানাউল্লাহ খানসহ মোট ১২ জন পরিচয়পত্র জমা দিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]