অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তিনি বলেছেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে সিঙ্গাপুর- মালয়েশিয়ার মত। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল আমরা পাচ্ছি।
শনিবার সকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারবিভাগকে রাষ্ট্রের অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, “মামলার যে জট শুরু হয়েছে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা নিষ্পত্তি করতে হবে। ২০২২ সালে সারাদেশের মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে। এ বছর মামলার নিষ্পত্তির অগ্রযাত্রা গত বছরের চেয়েও বেশি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাবের বিচারপতি ওবায়দুল হাসান, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন, ময়মনসিংহের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা জজ আনিসুর রহমান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।