প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৮:৫০ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদী রায়পুরায় বাংলাদেশ পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলার ২২শত ৪৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২জুলাই) সকালে উপজেলার পাট কর্মকর্তার কার্যালয়ে রাসায়নিক সার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পাট বিভাগের মুখ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম।
এসময় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মুন্না সরকার, অফিস সহকারী মোছা. ঝরনা আক্তারসহ অন্যান্য সুবিধাভোগীজন উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রান্তিক কৃষকদের মাঝে ইউরিয়া ৫ কেজি, টিএসপি ২কেজি, এম ও পি ২.৫ কেজি করে সার বিতরণ করা হয়।