প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও বিজয়মঞ্চ, লাভ গার্ডেন, ফুলঝুড়ি চত্ত্বরের শুভ উদ্বোধন এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী শরীয়তপুর জেলার বিপ্লবী ভাষা সৈনিকদের সম্মাননা এবং মেধাবী ও অসচ্ছ্বল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকাল ৩ টায় জেলা পরিষদের নবনির্মিত বিজয়মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, বে গ্রুপের ভাইস-চেয়ারম্যান জিয়াউর রহমান।
এছাড়া জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে দশজন ভাষাসৈনিককে ১৫ হাজার টাকা করে ও সম্মাননা ক্রেষ্ট এবং একশ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।