প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পাথরভর্তি ট্রাকে ১২০০ বোতল ফেনসিডিল উদ্বার করেছে র্যাব ও বিজিবি। ট্রাকে তল্লাশির সময় ট্রাক ফেলে পালিয়েছে ভারতীয় ড্রাইভার। পরে পাথরের মধ্যে লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্বার করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে এই অভিযান করা হয়। বুধবার (১২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাব এবং ৫৯ বিজিবি ব্যাটলিয়ন যৌথভাবে বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে অভিযান চালায়। এসময় একটি ভারতীয় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে অভিযানে ট্রাকটি শনাক্ত করা গেলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানায় র্যাব। মোঃ সাজেদুল হক সাজু