প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার বেতাগীতে বাসষ্ট্যান্ডের অভাবে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও গাড়ী চালকদের দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত একটি বাসষ্ট্যান্ডের নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, বরিশাল ভায়া বরগুনা আ লিক সড়কের বেতাগী বাস স্ট্যান্ড এলাকায় গন্তব্যস্থলে যাওয়ার জন্য এ বাসষ্ট্যান্ড এলাকায় সড়কে উপর দড়িয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী গাড়ির জন্য অপেক্ষা এবং সড়কের উপর দীর্ঘ সময় গাড়ী রাখায় নানা সমস্যার সম্মুখিন হতে হয়।
বেতাগী বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রীরা গাড়ির জন্য সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা সড়কের পাশেই ব্যক্তি মালিকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। চলতি বর্ষা মৌনুমে বৃষ্টি শুরু হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা প্রখর রৌদ্রের ভেতর কিংবা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে দেখা গেছে। গাড়ীর চালক ও অন্যান্য স্টাফদের ও সমস্যার শেষ নেই। রাতে থাকা ও বিশ্রাম নেওয়ার কোন ধরনের ব্যবস্থা নেই।
এ রুটে চলাচলকারী যাত্রী মো: জাহিদুল ইসলাম অভিযোগ করেন, বাস স্ট্যান্ড না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে বর্ষা মৌসুমে ভোগান্তি শেষ নেই। স্থানীয়রা জানান, যাত্রীরা রোদ ও বৃষ্টির মৌসুমে অনেক কষ্টের শিকার হন, প্রতিনিয়ত যাত্রীরা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে।
যাত্রী আব্দুল আলীম জানান, নির্দিষ্ট বাসস্ট্যান্ডের অভাবে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্ট সহ্য করে গাড়িতে উঠতে হয়। এখানে বাসষ্ট্যান্ড এলাকায় যত শীঘ্র সম্ভব একটি বাসষ্ট্যান্ড নির্মাণ প্রয়োজন এমনটাই মনে করেন একাধিক ভুক্তভোগী যাত্রীরা।
এ বিষয় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, এখানে বাসষ্ট্যান্ডের অভাবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে একটি বাসষ্ট্যান্ড নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হযেছে। এ জন্য সিটিসিআরপি প্রকল্পের আওতায় বেতাগী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে উন্নয়ন খাতে দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আশা করি খুব দ্রুতই বাসষ্ট্যান্ড নির্মাণ কাজে হাত দিতে পারবো।